সৈয়দা শারমিন আক্তার

সৈয়দা শারমিন আক্তার। একটি প্রতিষ্ঠান। সাফল্যের সঙ্গেই দীর্ঘ ২৩ বছর যাবৎ স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছেন। কিন্তু পুষ্টিবিদ সৈয়দা শারমিন আক্তারকে জানতে হলে প্রথমে জানতে হবে অন্য আরেকটি নাম ‘ডায়েট কাউন্সেলিং সেন্টার’। তাঁর কর্মজীবন শুরু আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর,বি) থেকে। তিনি স্বাস্থ্য সেবার ব্রত নিয়ে শুরু করেন স্বাস্থ্য ও পুষ্টি সমস্যা সমাধানে বিভিন্ন গবেষণামুলক কাজ। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সের স্বাস্থ্যসমস্যা নিয়ে তাঁর রিসার্চ দেশি-বিদেশি জার্নালেও প্রকাশিত হয়েছে। এরপর সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে ২০০৪ সালে বাংলাদেশে স্বাস্থ্য সেবায় ভিন্ন ধারার প্রতিষ্ঠান ‘ডায়েট কাউন্সেলিং সেন্টার’ প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি এ প্রতিষ্ঠানে প্রধান পুষ্টিবিদ ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। নানা প্রতিকুল অবস্থার মধ্য দিয়ে মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তনে ব্যাপক সাড়া না পেলেও তিনি থেমে যাননি। বিভিন্ন ফ্রি মটিভেশন প্রোগ্রাম, সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে তিনি সবসময় মানুষের বাহ্যিক এবং আভ্যন্তরীণ সৌন্দর্য রক্ষায় পুষ্টিকে প্রাধান্য দিয়েছেন। কোনো ধরণের সাপ্লিমেন্ট ছাড়াই বিভিন্ন রোগ প্রতিরোধে অনেকেই তাঁর পরামর্শে সুস্থ আছেন। ডায়াবেটিস, হৃদরোগ, লিভার, আর্থ্রাইটিস, ওজন সমস্যা, বয়ঃসন্ধিক্ষণে পুষ্টি, ক্রিয়েটিনিন ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে আজ বহু মানুষ এর সুফল ভোগ করছেন। স্বাস্থ্য সুরক্ষায় মানুষকে নিরোগ, তরুণ ও সুস্থ রাখতে এবং খাদ্যাভ্যাস পরিবর্তনে তাঁর অগ্রণী ভ‚মিকা সর্বজনবিদিত।

তাঁর পরিচালনায় ডায়েট কাউন্সেলিং সেন্টার অ্যাপ্লাইড নিউট্রিশন কাজে লাগানোর ‘নিউট্রিশন অ্যান্ড ডায়েট থেরাপি’ সার্টিফিকেট কোর্স চালু করেন। নিউট্রিশনিষ্টদের আত্ম প্রতিষ্ঠায় এই কোর্সের মাধ্যমে বর্তমানে কমপক্ষে ৪৫০ জন প্রশিক্ষিত নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এছাড়া তিনি গর্ভবতী মা ও শিশুর সুস্থতার জন্য ও ওবেসিটি প্রতিরোধে বিভিন্ন ওয়ার্কশপ পরিচালনা করছেন নিয়মিত। উন্মুক্ত ফ্রি মোটিভেশনাল প্রোগ্রাম পরিচালনাসহ দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে পুষ্টি বিষয়ক বিভিন্ন গবেষণালব্ধ লেখা তিনি নিয়মিত লিখছেন এবং টেলিভিশন মিডিয়ায় স্বাস্থ্য সচেতনতায় বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তিনি ২০১০ সালে সাহাবুদ্দিন গোল্ড মেডেল (মহানগরী সাংস্কৃতিক ফোরাম) এবং ‘মহাত্মা গান্ধী গোল্ড মেডেল’ (মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস গবেষণা ফাউন্ডেশন) কর্তৃক বছরের সেরা পুষ্টিবিদ হিসেবে স্বীকৃতি পান। স্বাস্থ্য সুরক্ষায় ইতিমধ্যে তিনি ভিন্ন ধারার ১০টি বই লিখেছেন। প্রকাশিত বইয়ের তালিকায় পুষ্টিনামা, নারীর পুষ্টি, সুস্বাস্থ্যের পূর্ণাঙ্গ সমাধান, বয়ঃসন্ধিকালে স্বাস্থ্য ও পুষ্টি, স্থূলতা নিয়ন্ত্রণ সম্পূর্ণ মানসিক এবং শারীরিক, স্বাস্থ্যকর ভেষজ, সহজ উপায়ে রমজানে সুস্থ থাকুন, স্বাস্থ্যকর রেসিপি, বয়সভেদে স্থ‚লতা প্রতিরোধে সাফল্য, NUTRITION NOMENCLATURE, NUTRITIONAL SOLUTION FOR GOOD HEALTH উল্লেখযোগ্য।

মা: জলি হোসেন, বাবা: সৈয়দ শহীদ হোসেন
প্রাতিষ্ঠানিক শিক্ষা: খাদ্য ও পুষ্টিবিজ্ঞান (এম এসসি)
জন্ম: ১৫ নভেম্বর
সৈয়দা শারমিন আক্তার এর বই সমূহ
Creative Dhaka
  • Copyright © 2025
  • Privacy Policy Terms of Use